বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
সকালে তৈলারদ্বীপ সেতুর টোল প্লাজার সামনে বাঁশখালী সুপার সার্ভিসের সাথে স্পেশাল সার্ভিসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ প্রায় ৮ জন আহত হয়েছেন। আহতদের আনোয়ারা হাসপাতালে ও অনেকে ব্যক্তিগতভাবে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে। এরপর দুপুরে বৈলছড়ির চেচুরিয়া এলাকায় ডাম্পারের ধাক্কায় সিএনজি টেক্সির পার্টস খুলে রাস্তায় ছিটকে পড়েছে। এতে আহত শিক্ষক ও চালকসহ ৩ জন আহত হয়েছেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, আমরা বাঁশখালী সড়কের চালকদের সাথে বসেছি। যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছি।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, যারা প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া গাড়ি চালাবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সাজাপ্রাপ্ত আসামি আটক
পরবর্তী নিবন্ধটেকনাফে ইয়াবাসহ নারী আটক