টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

টেকনাফে অস্ত্রসহ মো. ইউনুস নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। গত রবিবার সকাল সাড়ে ৫টার সময় টেকনাফ নয়াপাড়া ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী মো. ইউনুছকে (২৮) নিজ শেড হতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়। সে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের ব্লক আই, শেডের সৈয়দ আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসাবান্ধব নগরী গড়ে তুলতে কাজ করছি : মেয়র
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অনন্য অর্জন