কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে তিনজনকে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা। গত শনিবার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া থেকে তাদের অপহরণ করা হয়। এরই মধ্যে অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের পর গতকাল রোববার বিকেলে ওই তিনজনকে ছেড়ে দেয়।
অপহৃতরা হলেন হ্নীলার দমদমিয়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে রিদুওয়ান সবুজ (১৭) ও একই এলাকার মওলানা আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা (১৬) ও হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, ‘শনিবার বিকেলে আমার এলাকার তিনজনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ের ডাকাতরা। একদিন পর রোববার বিকেলে মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অপহৃতের পরিবার আমাকে নিশ্চিত করেছে।’
অপহৃত রহমত উল্লাহ বলেন, ‘শনিবার বিকেলের দিকে ন্যাচার পার্কে ঘুরতে গেলে অস্ত্রধারী একদল সন্ত্রাসী এসে আমাদের তিনজনকে অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। তারা আমাদের প্রচণ্ড মারধর করে। পরে প্রাণ বাঁচাতে তিনজনের পরিবার থেকে ৩ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিলে আমাদের ছেড়ে দেওয়া হয়।’
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, অপহরণের বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।