কক্সবাজারের টেকনাফের আলোচিত সেই নির্মম হত্যাকান্ডের শিকার ৭ বছর বয়সী শিশু আলী উল্লাহ আলো হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুলকে অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ধৃত আসামি হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার নবী হোছন’র পুত্র নজরুল ইসলাম (৩৫)।
তিনি উক্ত মামলার চার্জসিটভুক্ত ৫নং আসামি ছিলেন এবং পলাতক থাকা অবস্থায় তাকে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
সংবাদটির সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২২ অক্টোবর ভোররাতে নিজ পিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় থানার কর্মরত এসআই মো. রফিকুল ইসলাম (রাফি)’র নেতৃত্বে পুলিশের একটি দল মহেশখালীয়া পাড়া এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা ফাঁসির দ্ণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামিকে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০১১ সালের ৭ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর ছেলে আলী উল্লাহ আলোকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।