টুঙ্গিপাড়ার খোকা

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

অবাক করা একটি খোকা– টুঙ্গিপাড়ার খোকা
দুচোখে তার ফোটে অনেক স্বপ্ন থোকা থোকা
কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমোর জন
টুঙ্গিপাড়ার খোকার মনে তুলতো আলোড়ন।

খোকার মনে আমজনতার জন্যে ছিলো প্রীতি
আর্ত মানবতার সেবা ছিলো খোকার নীতি
নির্যাতিত নিপীড়িত এই বাঙালি জাতি
সেই খোকাকে বুকে টেনে বানায় প্রাণের সাথি।

অকুতোভয় সেই খোকাটি ছিলো স্বাধীনচেতা
মুক্তিকামী দেশ জনতা তাকেই বানায় নেতা।
সেই খোকাটি আনে বাংলার মহান স্বাধীনতা
ভেঙে দিলো সব জিঞ্জির গোলামীর সব প্রথা।

প্রাণের দামে খোকা দিলো স্বাধীন বাংলার দাম
রাখলো জাতি মহান খোকার বঙ্গবন্ধু নাম।

পূর্ববর্তী নিবন্ধআমার বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসুবর্ণ জয়ন্তীর আনন্দ