টি-টোয়েন্টিতেও হোয়াইট ওয়াশের লজ্জা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:১৭ পূর্বাহ্ণ

অনেক স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ড সফরে গেলেও শেষ পর্যন্ত হারের ডাবল হ্যাটট্রিক করে ফিরতে হলো বাংলাদেশকে। ১০ ওভারে পরিণত হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও লজ্জার পরাজয় বরণ করতে হলো টাইগারদের। ১০ ওভারের ম্যাচে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশের লজ্জা বরণ করতে হলো বাংলাদেশকে। ফলে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল। উল্টো হারের সংখ্যাটা গিয়ে দাঁড়লো ৩২ এ। অকল্যান্ডে গতকাল বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। সেই ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। পুরো সিরিজেই অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যান নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নিজে আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে।
টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা ছিল ঝড়ের গতিতে। দুই ওপেনার মাত্র ৩৪ বলে তুলে নেন ৮৫ রান। যদিও এরই মধ্যে দুজনের দুটি ক্যাচ ছেড়ে দিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। শেষ পর্যন্ত গাপটিলকে থামিয়েছেন মেহেদী হাসান। ততক্ষণে ১৯ বলে একটি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে ফেলেছেন গাপটিল। তখনো থামানো যাচ্ছিলনা এলেনকে। তিনি যখন থেমেছেন তখন স্বাগতিকরা পৌঁছে গেছে রানের পাহাড়ে। ২৯ বলে ১০টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৭১ রান করেন এলেন। এরপর ফিলিপসের ১৪ এবং মিচেল এর ১১ রানের কল্যাণে ১০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপ নিতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই টিম সাউদির ফিরতি ক্যাচ হন সৌম্য সরকার। ঝড়ো সূচনা করতে গিয়ে ৪ বলে ২ বাউন্ডারিতে সৌম্য করেন ১০ রানে। তার ঠিক পরের বলেই সাউদির বলে বোল্ড হন অধিনায়ক লিটন। রানের খাতা খোলা হয়নি তার। পুরো সিরিজেই ব্যর্থ লিটন। এরপর নাইম কিছুটা চেষ্টা করলে ১৯ রানের বেশি করতে পারেননি নাইম। এরপর বাকিরা কেবলই আসা যাওয়া করেছে। দলের ৮জন ব্যাটসম্যান পারেননি দুই অংকের ঘরে যেতে। আর তাতেই পরিষ্কার হয়ে যায় স্কোর কতটা হতে পারে বাংলাদেশের। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। সবাই মলিে শতরান পার করাতে পারেনি বাংলাদেশের স্কোর। ৭৬ রানে থেমে গেছে টাইগারদের ইনিংস। তামিমের পাশাপাশি এই ম্যাচে ছিলেননা মুশফিক এবং মাহমুদউল্লাহও। ফলে পরিণতি হয়েছে আরো লজ্জাজনক। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টড এস্টলে নিয়েছেন ৪টি উইকেট। অভিজ্ঞ টিম সাউদি নিয়েছেন ৩ উইকেট। ফিন এলেন হয়েছেন ম্যাচ সেরা। আর সিরিজ সেরা হয়েছেন গ্লেন ফিলিপস।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের অত্যাধুনিক সুপারমল বালি আর্কেড উদ্বোধন হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধশাহাদাতের বিরুদ্ধে আনীত অভিযোগ হাস্যকর