টিসিবির ডাল-তেল মুদি দোকানে

জরিমানা ২৫ হাজার টাকা

আজাদী অনলাইন | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৭:৫২ অপরাহ্ণ

ট্রেডিং করপোরেশন অভ বাংলাদেশ(টিসিবি)-এর ডালের বস্তা ও ভোজ্যতেল বিক্রি করায় একটি মুদি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিমূলক কার্যক্রমে এ জরিমানা করা হয়। বাংলানিউজ
এ সময় বন্দর থানার পুরাতন পোর্ট কলোনি বাজারের জামাল স্টোর নামের ঐ দোকান থেকে টিসিবির ৫০ লিটার সয়াবিন তেল ও প্রায় ৩৮ কেজি মশুর ডাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
তিনি ছাড়াও এ অভিযানে আরও অংশ নেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা।
এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত এ অভিযানে পুরাতন পোর্ট কলোনি বাজারের গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ ঘষামাজা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নতুন পোর্ট কলোনি বাজারের মিরাজ স্টোরকে বেশি দামে আলু বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করায় আব্দুল আজিজ পোল্ট্রিকে ৪ হাজার টাকা, সুফিয়ান পোল্ট্রিকে ৪ হাজার টাকা, নূর হোসেন পোল্ট্রিকে ৪ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
আল ফাওরিজ স্টোরকে বেশি দামে আলু বিক্রি করায় ৫ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধএভাবেই গ্রেফতার এসআই আকবর (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধফেসবুকভিত্তিক গ্রুপ বেস্ট-ই-কমার্স প্ল্যাটফর্মের মিলনমেলা