টিন কেটে স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, আটক ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। তার স্বীকারোক্তিতে পুলিশ আরো দুই চোরকেও আটক করতে সক্ষম হয়। গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মৃত রবিউল আলমের ছেলে মো. রুমন (১৯), বাঁশখালী উপজেলার বাইন্না পাড়া গ্রামের নুর হেসেনের ছেলে সেলিম (১৯) ও জামালপুর জেলার মেলান্দহ থানাধীন ঘুসাই পাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে সুমন (২০)। বর্তমানে তারা তিনজন উপজেলার কুমিরা ইউনিয়ে বসবাস করছে। জানা যায়, রাত দেড়টার দিকে বার আউলিয়া এলাকায় কল্পনা জুয়েলার্সের স্বর্ণের দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করার সময় পাহারাদার টের পেয়ে যায়। এসময় তিন চোরকে ঘিরে ফেললেও দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এক চোরকে আটক করা হয়। তার কাছ থেকে ২টি ছোরা, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি টিন কাটার ও একটি দা উদ্ধার করা হয়। ধৃত এই চোরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, আটক চোরের স্বীক্ষারোক্তিতে পুলিশ অপর দুই চোরকেও আটক করতে সক্ষম হয়। আটক তিন জনের বিরুদ্ধে সীতকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই : ব্যারিস্টার আনিস
পরবর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : নওফেল