বরিস জনসনেই আস্থা রাখলেন যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের এমপিরা। গতকাল সোমবারের আস্থা ভোটে জনসনের পক্ষে ভোট দিয়েছেন ২১১ এমপি। বিপক্ষে ভোট পড়েছে ১৪৮ টি। দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী জনসনের ওপর এখনও আস্থা আছে কিনা সে সিদ্ধান্ত জানাতে হাউজ অব কমন্সে গোপন ব্যালটে ভোট দেন কনজারভেটিভ দলের এমপিরা। খবর বিডিনিউজ ও বিবিসির। লকডাউনের মধ্যে দেশবাসীকে বিধিনিষেধে আটকে রেখে জনসনের মদপানের পার্টি করা নিয়ে শোরগোল, অর্থনৈতিক নীতি এবং জনসনের নেতৃত্বের ধরন নিয়ে বিভেদের প্রেক্ষাপটে এই আস্থা ভোটের পট প্রস্তুত হয়।
পার্লামেন্টের একটি কমিটি কক্ষে দু’ঘন্টা এই ভোটাভুটি হয়। প্রধানমন্ত্রী জনসনকে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রয়োজন ছিল অন্তত ১৮০। তিনি জিতে যাওয়ায় অন্তত একবছরের জন্য তাকে আর আস্থা ভোটের মুখে পড়তে হবে না। আর হেরে গেলে তাকে পদত্যাগ করে চলে যেতে হতো এবং দলের নেতৃত্বেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না।
কিন্তু একজন রাজনৈতিক নেতার জন্য আস্থা ভোট সবসময়ই দুঃসংবাদ। আস্থা ভোট হওয়া মানেই দলের ভেতরকার অস্থিরতার বিষয়টি সামনে চলে আসা। আর ইতিহাসেও দেখা গেছে, রাজনৈতিক নেতারা আস্থা ভোটে উৎরে গেলেও তা প্রায়শই তার ক্ষমতার অবসানেরই সূচনা করে। সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মে হাউজ অব কমন্সে দুই-তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন পাওয়ার পরও ছয়মাস পরেই তাকে বিদায় নিতে হয়েছিল।