টিকেট ছাড়া ভ্রমণ করে ভাড়া-জরিমানা দিল ৩৭২ যাত্রী

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ৯:৪৭ অপরাহ্ণ

বিনা টিকেটে রেল ভ্রমণ করে ভাড়া ও জরিমানা দিয়েছে ৩৭২ জন যাত্রী।

তাদের কাছ থেকে রেলওয়ে কর্তৃপক্ষ আদায় করেছে মোট ৮২ হাজার ৯৭০ টাকা।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী। বাংলানিউজ

তিনি বলেন, “মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশনে ব্লক চেকিং পরিচালনা করে নয়টি আন্তঃনগর ট্রেনের ৩৭২ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮২ হাজার ৯৭০ টাকা আদায় করা হয়।”

রেলওয়ের শৃঙ্খলা রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বিজয় এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধুলী, মহানগর এক্সপ্রেস এবং ঢাকা ও সিলেট ছেড়ে চট্টগ্রামে আসা মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, উদায়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৭২ জন যাত্রীর কাছ থেকে ৫০ হাজার ৫৪৫ টাকা ভাড়া ও ৩২ হাজার ১২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘‌ভোট না দিলে কবরস্থানে জায়গা দেব না’
পরবর্তী নিবন্ধকাট্টলীতে অগ্নিদগ্ধ সেই পরিবারের এক নারীর মৃত্যু