টিকা নিলেন ১ লাখ ১৪ হাজার মানুষ

চট্টগ্রামে একদিনেই নিয়েছেন ১৮ হাজার ৩৪৪ নিবন্ধন ১ লাখ ৭৭ হাজার ২৬৭ জনের ‘টিকাদানে চট্টগ্রাম অনেক এগিয়ে’

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

করোনার টিকা গ্রহীতার সংখ্যা লাখ ছাড়িয়েছে চট্টগ্রামে। গতকাল মঙ্গলবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ১৪ হাজার ৭৩৩ জন মানুষ করোনার টিকা নিয়েছেন, যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬৫ ভাগ প্রায়। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ১ লাখ ৭৭ হাজার ২৬৭ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ১৮ হাজার ৩৪৪ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৮ হাজার ২৮০ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ১০ হাজার ৬৩ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ৭৩৩ জন টিকাগ্রহীতার মধ্যে ৭৫ হাজার ৬৭৮ জন পুরুষ ও ৩৯ হাজার ৫৫ জন মহিলা। এদের মধ্যে মহানগরে ৫৮ হাজার ১৪৩ জন এবং উপজেলা পর্যায়ে ৫৬ হাজার ৫৯০ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। নিবন্ধনধারীর ৬৫ ভাগ টিকা নিয়েছেন : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরই মধ্যে দেড় লাখ ছাড়িয়েছে চট্টগ্রামে। গতকাল দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৭৭ হাজার ২৬৭ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৭৩৩ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৬৫ ভাগই এরই মধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ৯০ হাজার ৪০১ জন। আর উপজেলা পর্যায়ে ৮৬ হাজার ৮৬৬ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারা দেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে দৈনিক ২০ হাজারের বেশি মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধআমদানি-রপ্তানি নিবন্ধন সনদ পেতে ভোগান্তি
পরবর্তী নিবন্ধবিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়