টিকা নিতে গিয়ে হাতাহাতি, ডাকা হলো পুলিশ

চট্টগ্রামে দ্বিতীয় ডোজ নিলেন আরো ১১ হাজার ৪ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

করোনার টিকা নিতে গিয়ে গতকাল সোমবার হাসপাতালে হাতাহাতির ঘটনা ঘটেছে। নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নগর পুলিশের এসি (দক্ষিণ জোন) নোবেল চাকমা বলেন, টিকা নিতে লাইনে দাঁড়াতে হয়। কিন্তু কে আগে যাবে কে পরে যাবে এবং লাইনের মাঝখানে হঠাৎ একজন ঢুকে পড়ায় এই হাতাহাতির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানালে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তেমন বড় কিছু ঘটেনি।
এ বিষয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। পর্যায়ক্রমে সবাই টিকা নিতে পারবেন। ধৈর্য ধারণ করতে হবে।
এদিকে গতকাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ হাজার ৪ জন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫ হাজার ১৬৯ জন এবং নগরীর ৫ হাজার ৮৩৫ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ম কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৪ হাজার হাজার ২০০ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকাল সোমবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, সোমবার জেলার বিভিন্ন উপজেলার ৩৮২ জন ও নগরীর ৫৭৭ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৪৮ হাজার ৫৫৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৬ হাজার ৯৮১ জন করোনার প্রথম ডোজ নিয়েছেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন বাড়ল আরো এক সপ্তাহ
পরবর্তী নিবন্ধহেফাজতের ২৩ মামলার তদন্তভার পেল সিআইডি