দেশের মানুষকে টিকা দিতে সরকারের কত খরচ হয়েছে, সে বিষয়ে আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানালেন, গত মার্চে ৪০ হাজার কোটি টাকার যে হিসাব তিনি দিয়েছিলেন, সেটা ছিল কোভ্যাক্স থেকে বিনামূল্যে এবং উপহার হিসেবে পাওয়া টিকার দামসহ হিসাব করা। অর্থাৎ, সরকার ৪০ হাজার কোটি টাকার টিকাই দিয়েছে, তবে সেজন্য খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা।
কোভিড মহামারীর সময়ে স্বাস্থ্যখাতের ‘অনিয়ম ও দুর্নীতি’ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) এক প্রতিবেদনে টিকার জন্য খরচ নিয়েও প্রশ্ন তোলার পর সোমবার স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে এই ব্যাখ্যা এল। খবর বিডিনিউজের।
ইফতেখারুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকা কেনা থেকে ব্যবস্থাপনায় ৪০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় অন্যান্য উৎস থেকে আমরা দেখেছি, এখানে প্রায় ১৮ হাজার কোটি টাকার মত খরচ হয়েছে।
এ বিষয়গুলোতে সরকারকে আরও স্বচ্ছ হতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে টিআইবির ওই প্রতিবেদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য তুলে ধরেন জাহিদ মালিক। টিআইবির অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, করোনাভাইরাসের টিকা কিনতে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখেছে।