টিকটকে র‌্যাব পরিচয়ে প্রতারণা, র‌্যাবের হাতেই ধরা

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টিকটক ব্যবহার করে শতাধিক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুর রাকিব ওরফে খোকন ওরফে টিকটক রাজ নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রাজ দাবি করতেন, বিজিবির ল্যান্স নায়েক পদ থেকে তিনি র‌্যাবে বদলি হয়েছেন। র‌্যাবের পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করে শতাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে তিনি প্রতারণা চালিয়ে আসছিলেন বলে এ বাহিনীর ভাষ্য। খবর বিডিনিউজের। মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন জানান, টিকটকের পাশাপাশি ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে সে এভাবে প্রতারণা করে আসছিল গত দুই বছর ধরে।
টিকটকে তার দেড় মিলিয়ন ফলোয়ার রয়েছে। টিকটক ব্যবহারকারী মেয়েদের মধ্যে যারা দামি অলঙ্কার পরত, বা অবস্থাপন্ন বলে যাদের মনে হত, তাদেরকে টার্গেট করত রাজ। পরে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অলঙ্কার ও অর্থ আত্মসাৎ করত। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে এই র‌্যাব কর্মকর্তা বলেন, রাজের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। আগে পোশাক কারখানায় কাজ করলেও সর্বশেষ বগুড়ায় একটি আবাসিক হোটেলের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর র‌্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গত দেড় বছরে সে তিনটি বিয়ে করেছে। যদিও পরে প্রতারণার বিষয়টি টের পাওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয়।

পূর্ববর্তী নিবন্ধঅলংকার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির মাহফিল
পরবর্তী নিবন্ধকর্মস্থলে যাচ্ছে না নালায় নিখোঁজ সালেহ আহমেদের ছেলে মহিম