বাগীশ্বরী সংগীতালয়ের ১৯ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা সভা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সংগীতানুষ্ঠান আগামী ২৩ ও ২৪ এপ্রিল (মঙ্গল ও বধুবার) বিকালে চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
২৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি থাকবেন চিটাগাং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি (সিআইইউ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের এর ডীন প্রফেসর ড. রুবেল সেন গুপ্ত। ২৪ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপ–পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।