টাকা পেয়ে দিলেন ভোট, পরে দেখেন জাল নোট

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থী ভোট আদায়ের কৌশল হিসেবে আগের রাতে কিছু ভোটারদের মাঝে জাল টাকা বিতরণ করে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের জয়ী প্রার্থী সুমন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন অন্তত ৭ জন ইউপি সদস্য।

জানা যায়, ওই ভোটাররা রাতে প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ার পর সকালে নিদিষ্ট প্রতীকে ভোট দেন। পরে প্রার্থীর দেয়া সেই টাকা নিয়ে কিছু কেনাকাটা ও ফুর্তির জন্য বের হন তারা। তবে কেনাকাটা করতে গিয়ে পরখ করে দেখেন সবগুলো টাকাই জাল। এরপর দ্রুত প্রার্থীকে জানালে তিনি সাফ জানিয়ে দেন, জাল নোট যার কাছে পাওয়া যাবে তাকেই কিন্তু পাকড়াও করবে পুলিশ। একথা শুনেই স্তব্ধ হন ওই সব ভোটাররা। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা রকম মন্তব্য।

নাম প্রকাশ না করার শর্তে প্রতারণার স্বীকার ভোটাররা জানান, আগের রাতে তাদের ওই প্রার্থী নিজ হাতে জাল নোটের বান্ডিলগুলো বিতরণ করেছেন। আর বলেছেন, এই টাকা ভোটের আগে যেন খরচ না করা হয়। খরচ করলে টাকা দেয়ার বিষয়টি জানাজানি হবে। আর এতে তার ক্ষতি হবে। পরে সেই কথা অনুযায়ী তারা ভোটের আগে টাকাগুলো খরচ না করে ভোট দেয়ার পর স্থানীয় বাজারে গেলে দোকানদার টাকা হাতে নিয়ে উল্টিয়ে দেখে বলেন এগুলো জাল নোট। এর পর টাকাগুলো নিয়ে প্রার্থীর কাছে গেলে তিনি পুলিশে ধরিয়ে দিবেন বলে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধধর্মঘটে দিনভর স্থবির খাতুনগঞ্জ
পরবর্তী নিবন্ধকাপ্তাই কেন্দ্র থেকে দূরত্ব আট কিমি বিদ্যুৎ পেল ৬২ বছর পর