টাকা পাচার : এসপিসি ওয়ার্ল্ডের এমডি সস্ত্রীক কারাগারে

২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিউকম

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

অর্থপাচারের মামলায় ই-কমার্স কোম্পানি ‘এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আল আমীন (৩১) ও তার স্ত্রী পরিচালক শারমীন আক্তারকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম জামিনের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কলাবাগান থানায় দায়ের করা অর্থ পাচার আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান। আসামিদের পক্ষে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
এদিকে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান কিউকম প্লাটফর্ম ব্যবহার করে অনলাইনে লক্ষাধিক পণ্য কেনাবেচা করে আসছিল মো. রিপন মিয়া। আর কোম্পানির ব্র্যান্ডিং করতে লোভনীয় অফারে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিতো।এতে আকৃষ্ট হয়ে প্রচুর ক্রেতা কিউকমে অর্ডার করেন।
কিউকমের মাধ্যমে শুধু গ্রাহকদের কাছ থেকে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের সিইও মো. রিপন মিয়া। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধআয়ত্তে এলো ‘টেকনিক’
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই ঘণ্টা সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ