টাকা আছে যার

সাইফুল্লাহ্‌ কায়সার | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

মামা নেই, চাচা নেই
নেই বড় ভাই
টাকা নেই, কাজ নেই
তাই তাই তাই।

শিক্ষার মান নেই
গরিবের দাম নেই
টাকা আছে যার
সবকিছু তার।

পূর্ববর্তী নিবন্ধবিভ্রাট
পরবর্তী নিবন্ধতোমাকে ছোঁবো বলে