টাকার বিলে

আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

চার পায়া বলে ভাই

ঘাস পাতা সব খাই।

দুই হাতের নই বলে

মাড়ে ভাতে বেশ চলে।

এসির বাতাস খেয়ে

সুখে থাকি খামারে

ঘাসে মাড়ে রুচি শেষ

আমদানির খাবারে।

চার পায়ে হাটে যায়

নানা রঙের উৎসবে

সেই দিনই বুঝে হায়

কোরবানিই হবে তবে।

দুপা হাটে যায়

চার পায়ে চড়ে

গোলগাল চার পা

নিয়ে আসে ঘরে।

উৎসব শেষ

বেশ বেশ বেশ

এটা কোন দেশ।

হাঁসের খামার পুষে

বায়ু বেচে যারা

খোদার খাসি ওরা

বেশি নয় তারা।

কেউ বেচে বায়ু

কেউ কিনে আয়ু।

ভেবে ভেবে সারা

বিলে ডুবে কারা?

চার পায়া গাধা

না দু পা ধাঁধা।

পূর্ববর্তী নিবন্ধজর্জ বার্নার্ড শ’ : ঔপন্যাসিক, নাট্যকার
পরবর্তী নিবন্ধভূতের পুত