টাইগাররা ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়রা পাকিস্তানে

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:৫২ পূর্বাহ্ণ

ক্রিকেটারদের জীবনটাই এমন। আজ এখানেতো কাল ওখানে। এই যেমন বাংলাদেশ দল যখন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আলাদা আলাদা বহরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে তখন ক্যারিবীয়রা রওয়ানা হয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে।

এরই মধ্যে ১৪ জন টাইগার ক্রিকেটার এবং কোচ কর্মকর্তা ওয়েস্ট ইন্ডিজে পৌছে গেছেন। আগামীকাল বুধবার যাবে তৃতীয় ও শেষ বহর। টাইগাররা যখন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়তে ব্যস্ত, তখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা গিয়েছেন পাকিস্তান। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিশ্বকাপ সুপার লিগে অংশ হিসেবে থাকা এই সিরিজ খেলতে গতকাল সকালে পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে ক্যারিবীয়রা। সেখান থেকে বিশেষ চাটার্ড ফ্লাইটে সিরিজের ভেন্যু মুলতানে নিয়ে যাওয়া হয় ক্যারিবীয়দের। আজ মঙ্গলবার এক দিনের অনুশীলন করেই মাঠে নেমে যেতে হবে তাদের। আগামীকাল বুধবার শুরু হবে সিরিজটি।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের নেতৃত্বে ভালো কিছু করতে চান মিরাজ
পরবর্তী নিবন্ধতামিম-সিডন্সসহ ওয়েস্ট ইন্ডিজ গেল আরো সাত জন