টম হ্যাংকসকে ‘লাল সিং চাড্ডা’ দেখাতে চান আমির

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

হলিউডি ফরেস্ট গাম্পের বলিউডি সংস্করণ আনছেন আমির খান। সেই ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে ‘ফরেস্ট গাম্প’ টম হ্যাংকসের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন চলছে। এই বছরের এপ্রিলেই লাল সিং চাড্ডা মুক্তি দেওয়ার তোড়জোড় করছেন আমির খান। তার আগে টম হ্যাংকসের জন্য বিশেষ প্রদর্শনী হবে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছেন। খবর বিডিনিউজের।
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল টম হ্যাংকসের ফরেস্ট গাম্প। পরের বছর অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন এই হলিউড তারকা। শুধু তাই নয়, ছয়টি অস্কার জিতেছিল এই চলচ্চিত্রটি। প্রায় তিন দশক পর ফরেস্ট গাম্পের গল্প নিয়ে হিন্দি চলচ্চিত্র নিয়ে আসছেন লাগান নিয়ে অস্কারে যাওয়া আমির খান।
টম হ্যাংকসের ভূমিকায় আমির অভিনয় করেছেন, তবে এখানে সিনেমার নাম লাল সিং চাড্ডা। আমিরের সঙ্গে থাকছেন কারিনা কাপুর। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আমির চাইছেন সিনেমাটি মুক্তি দেওয়ার ঠিক আগে টম হ্যাংকসকে দেখাতে। সেজন্য তিনি যুক্তরাষ্ট্রে যাবেন, সেখানে একটি বিশেষ প্রদর্শনী করতে। অন্তত টম হ্যাংকসকে সিনেমাটি দেখাতে। খুঁতখুঁতে অভিনেতা হিসেবে পরিচিত আমির খান জানতে চাইছেন, লাল সিং চাড্ডা দেখে টম হ্যাংকস কী বলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিন্স-তিশার বিয়ে সম্পন্ন
পরবর্তী নিবন্ধপূর্ণিমার মেয়েও করোনায় আক্রান্ত