প্রিন্স-তিশার বিয়ে সম্পন্ন

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সারেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। তখনই জানিয়ে দেন সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তিনি। সে অনুযায়ীই গতকাল বুধবার রাজধানীর বাংলামটরের একটি অভিজাত রেস্তোরাঁয় তিশা-আসকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।
গত সোমবার অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। এতে নেচে- গেয়ে অতিথিদের সঙ্গে মুগ্ধতা ছড়ান কনে নিজেও। হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা মনোজ প্রামাণিকসহ শোবিজের অনেকেই। তিশা জানান, ২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে তার পরিচয়, এরপরই তাদের ঘনিষ্ঠতা ও প্রেম হয়। দুই পরিবারকে বিষয়টি জানানোর পর সম্মতি পেয়ে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।

পূর্ববর্তী নিবন্ধআসছে ‘হলুদ শহর’
পরবর্তী নিবন্ধটম হ্যাংকসকে ‘লাল সিং চাড্ডা’ দেখাতে চান আমির