টইটং আলহেরা মডেল একাডেমিতে পবিত্র সিরাতুন্নবী (স.) উদযাপন উপলক্ষে নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান একাডেমির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ গোলাম আজমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আতিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক ও একাডেমির রেক্টর মাওলানা মুহাম্মদ জিয়াউল হক শফিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া বড়লিয়া শাহ সৈয়দ আব্দুসসালাম আউলিয়া (র.) দাখিল মাদ্রাসার সুপার ও একাডেমির নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ নাছিরুল ইসলাম, একাডেমির পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন, একাডেমির ডিরেক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক মোসলেম উদ্দিন ও আইনজীবী সহকারী জমির উদ্দীন।
আলোচনা সভা শেষে একাডেমির উন্নতি ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান মেহমান পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ। প্রেস বিজ্ঞপ্তি।