ঝড়ো হাওয়ায় টাইগারপাসে পড়ে গেল বড় গাছ

সড়কের একাংশে যান চলাচল বন্ধ, ভোগান্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

ঝড়ো হাওয়ায় নগরের টাইগারপাস মোড়ে একটি বড় আকৃতির গাছ পড়ে গেছে। এতে টাইগারপাসলালখান বাজার সড়কের এক অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, খবর পেয়ে গাছটি অপসারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। রাত ১২টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখাকালীন গাছটি অপসারণে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী জাহেদুল কবির আজাদীকে বলেন, টাইগারপাস ফায়ার স্টেশনের বিপরীতে গাছটি পড়ে যায়। এতে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বৃষ্টি হওয়ায় মানুষ দুর্ভোগে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধচিনির বিকল্প সুইটেনারে ওজন নিয়ন্ত্রণ হয় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধঝড়ে উড়ে গেল মাদ্রাসার চাল