ঝাড়খণ্ডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড নিহত ১৪

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় রাজ্যটির কর্মকর্তারা। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের ধানবাদে জোড়াফটক নামের ব্যস্ত এক এলাকায় ১৩ তলাবিশিষ্ট আশীর্বাদ টাওয়ারে আগুন লাগে।

খবর পেয়ে দমকল বাহিনীর প্রায় ৪০টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় বলে অনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। খবর বিডিনিউজের।

মৃতের সংখ্যা এখন ১৪, আরও ১১ জনের চিকিৎসা চলছে। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি, বলেছেন ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং। মৃতদের মধ্যে ১০ নারী ও ২ শিশুও আছে, জানিয়েছে পিটিআই।

পূর্ববর্তী নিবন্ধআদানির পতন, উঠলেন আম্বানি!
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে ধর্মঘটে শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা