১২নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে নগরীর পাহাড়তলীস্থ ঝর্ণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাট্টলী ইমেজের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ডা. হৈমন্তী চৌধুরী পরিচালিত ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন। প্রধান অতিথি বলেন অবহেলিত জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।