ঝরা পাতার দিন

আলেয়া আরমিন আলো | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

এখন বুঝি পাতা ঝরারই দিন!
তাই তরুদেহেও এমন গাঢ় বিষাদের ছাপ!
উত্তুরী হাওয়ায় শ্বৈত্যহিমের আনাগোনায়
আঙুল জড়ানো শীতে রুক্ষ প্রকৃতি
পৌষের ভরাদুপুরেও রৌদ্র নিরুত্তাপ।

ঘন কুয়াশায় ঝাপসা ধোঁয়াশা ভোর
রাত্রি শিশিরের গোপন কান্নায়
ফোঁটায় ফোঁটায় স্নাত পৌষ প্রভাত,
আকাশের সবটুকু নীল ধূসর চাদরে মোড়ানো
বিবর্ণ কুঞ্জলতায় ম্লান রোদ্দুরে স্থবির পথঘাট।

জানি, সময়ের হাত ধরে সবই বদলায়
পাতার রঙ মলিন হয় হলদেটে আবরণে,
অতঃপর, একদিন বোটা শুকিয়ে
উত্তুরী হিমবায়ে ঝরে পড়ে ধুলোয় মিশে যায়
পুনরায় আবারও সবুজ জনমের স্বপ্নে।

পূর্ববর্তী নিবন্ধঅনুভব
পরবর্তী নিবন্ধশীত এলো রে