ঝরাপালক

মোহিনী সংগীতা সিংহ | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আচ্ছা?
সূর্য থেকে রোদকে কেড়ে নিলে
সুবর্ণময় কি অপূর্ব হবে
রোজকার মত?

পৃথিবীটা যদি আহ্নিক গতির
আনুগত্য ভুলে কোনদিন
হাঁটতে শুরু করে উল্টো পথে,
তবে কতটা সুন্দর হবে
সভ্যতার মুখ?

সবুজ পত্র পল্লবহীন বাদামী
ধূসর যদি
পৃথিবীর রঙ হয় তবে কি হবে
তার নাম?

চব্বিশ ঘন্টার দিন যদি সূচিত হয় রাত্রি দিয়ে
তবে কি খুব ভুল হবে?
কালের পথযাত্রা যদি হয়
অতীতের দিকে?

যদি মৃত্যু থেকে শুরু হয়
জীবনের গতি?
শৈশবই হয় তার শেষ?
যাযাবর হয় যদি বন্ধনগুলো?
তবে কেমন হবে
এই নন্দিত জীবনের রেশ?

যদি নিশ্বাসের ওঠাপড়ায় অস্তিত্ব না থাকে তোমার
তবে কি বিলীন হবে মানব সভ্যতার?
যদি অন্তরের প্রান্তর হয়
ভালোবাসা বিহীন?

বিরূপ সময়ের ভিড়ে
খরস্রোতা ইচ্ছেগুলো উদ্বেল হলে,
বাঁধখোলা পাগলা ঢলে প্রান্তর
কি তবে
হবে প্রিয়হীন?

শহুরে দেয়ালের ঢালগুলো
কি গুড়িয়ে যাবে তাসের
ঘরের মত?

রোদ্দুরহীন সূর্য উদয়ে
প্রত্যাখ্যাত হৃদয়ের মত,
ভোরেরা হারাবে আলোক!
প্রেমের কবিতাগুচ্ছের নাম হবে
ঝরাপালক।

পূর্ববর্তী নিবন্ধভ্রমণ বিলাসিতা নয় বরং জরুরি
পরবর্তী নিবন্ধস্মরণ : আইনজীবী মোজাফফর আহমেদ চৌধুরী