ঝগড়া

শওকত হোসাইন | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

তোমার সাথে ঝগড়ার পর বলেছিলাম

আর কখনো তোমার কথা ভাববো না

তোমার নামে আর কবিতা উৎসর্গ করবো না

তুমি আজ থেকে যা ইচ্ছে করো

তোমায় আমি পিছন থেকে ঢাকবো না।

জানি তুমিহীনা কষ্টের খরস্‌্েরাত ভাসিয়ে

নেবো নিরন্তর,তবু আমরা ঝগড়া করি

ইচ্ছে কিংবা অনিচ্ছায়।

ঝগড়া, প্রেমহীন পৃথিবীর শূন্য প্রেমের কাঠগড়ায়

দাড়িয়ে নিজেকে দায়মুক্ত করি অজানা তীব্রতায়।

পূর্ববর্তী নিবন্ধআদর্শ শিক্ষক শিক্ষার প্রাণকেন্দ্র
পরবর্তী নিবন্ধসত্যেন্দ্রনাথ দত্ত : ছন্দের জাদুকর