জয় বাংলা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

জয় বাংলা শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় ও মাদল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়’৭১’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল। আলোচক ছিলেন রাজগোপাল বপন, অনুপ পালিত রাশু, পূরবী বড়ুয়া, শিমুল দত্ত, দিলীপ সেন গুপ্ত, হারাধন নাহা, নিলয় দে, কাকলী দাশ গুপ্তা, প্রণব চক্রবর্ত্তী ও মো. জাফর আলম। উপস্থিত ছিলেন অসীম তালুকদার, সুমন পোদ্দার, সবিতা দাশ, ইন্দ্রিরা পাল, সুর্বণ পালিত, চনি দেব, শেফালী রানী দাশ, নকশী দত্ত, টুম্পা দে, হিমু সেন, জয়া ধর, পাপিয়া রায়, মো. সাছি মিয়া, রিয়া ধর, প্রতিমা পোদ্দার। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কাকলী দাশ গুপ্তা, দিলীপ সেন গুপ্ত, হারাধান নাহা। সহযোগিতায় ছিলেন নিলয় দে। সভায় প্রতিযোগিদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর আহলা দরবার শরীফে ওরশ ১৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল