অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে জয় দিয়ে শুরু করেছে বাকলিয়া একাদশ। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাকলিয়া একাদশ ২-০ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে। আর তাতে করে নিজেদের প্রথম খেলাতেই পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। লিগে দুই দলেরই প্রথম খেলা ছিল গতকাল। গতকাল শনিবার খেলার প্রথমার্ধের শুরুতেই বাকলিয়া এগিয়ে যায়। খেলার দ্বিতীয় মিনিটে আক্রমণে উঠা বাকলিয়ার শেখ আহমদ কয়েকজনকে কাটিয়ে বল জালে দেন। তাতে বাকলিয়া ১-০ গোলে এগিয়ে থাকে। এর পর খেলায় ফিরে আসার লক্ষ্যে কল্লোল সংঘ বেশ কয়েকবার আক্রমণে যায়।
কিন্তু ফিনিংশিং দুর্বলতায় তারা গোল পায়নি। বাকলিয়াও গোল সংখ্যা দ্বিগুন করার চেষ্টায় ছিল। প্রথমার্ধে তা আর করে উঠতে পারেনি তারা। এক গোলে এগিয়ে থাকা বাকলিয়া একাদশ দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমন করে খেলতে থাকে। এ চেষ্টায় তারা উপরে উঠে খেলে বেশ কিছু সুযোগ সৃষ্টি করে।
তবুও এ অর্ধের ২৬ মিনিটে আচমকা তারা এগিয়ে যেতে সমর্থ হয়। বল নিয়ে উপরে উঠে গিয়েছিলেন সমরজয়। বক্সের বাইরে থেকে হঠাৎ দূর পাল্লার লক্ষভেদী শট নেন কল্লোলের গোলে। গোল লাইনে দাঁড়িয়েছিলেন কল্লোল কিপার মামুনুর রশিদ। বল তিনি ঠিকমত গ্রিপ করতে পারেননি।

তার হাতে লেগে বল মাথার উপর দিয়ে জালে প্রবেশ করে (২-০)। দুই গোলে এগিয়ে যায় বাকলিয়া একাদশ। বাকি সময় দু’দল গোলের চেষ্টায় থাকলেও তা থেকে আর গোল আাসেনি। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় শেখ আহম্মদ।
তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল। আজ রোববার প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২.৪৫ টায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং রাইজিং ষ্টার ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।







