জয় দিয়ে রেলিগেশন পর্ব শেষ করলো নওজোয়ান গ্রীন

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে জয় দিয়ে শেষ করেছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। গতকাল বৃহস্পতিবার রেলিগেশন পর্বের শেষ খেলায় তারা ৬ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করেছে। ক্রিসেন্ট ক্লাব এবারে লিগে কোন খেলাতেই জয়লাভ করতে করতে পারেনি। সর্বনিম্ন পয়েন্টধারী হিসেবে তাদের অবনমন হয়েছে। তাদের সাথী হয়েছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবও। মাত্র ৩ পয়েন্ট অর্জন করে এ দলটিও রেলিগেশনে গেছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০ ওভারে নির্ধারিত খেলায় টসে জিতে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ১৬.৫ ওভার খেলেই তারা অলআউট হয়ে যায় ৯২ রান সংগ্রহ করে। দলের ফাইরিব হুমায়ুন ১৩,মো. হাসান ১২,সাইফ খান ১৫ এবং আশরাফুল সম্রাট ২৪ রান করেন। অতিরিক্ত রান হয় ২০। আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের শহীদুল ইসলাম ৩টি, সাফায়েত হোসেন ২টি উইকেট পান। ১টি করে উইকেট দখল করেন শফিউল হক এবং মুন্তাসিম। জবাব দিতে নেমে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ১৫.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের নকী মাসুদ ২০,গোলাম মোস্তফা ১০,শফিউল হক ২৯ রান করেন। আসিফুল ইসলাম ১৪ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত রান হয় ১৫। ক্রিসেন্ট ক্লাবের মো. সায়েম,আবু তাহিম এবং ফাইরিব হুমায়ুন ১টি করে উইকেট নেন। আগের দিন অনুষ্ঠিত সুপার ফোরের খেলায় কাস্টমস স্পোর্টস ৫ উইকেটে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নারী হ্যান্ডবল দলের কর্মকর্তা মনোনিত হলেন ওয়াহিদ দুলাল
পরবর্তী নিবন্ধইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ ম্যাককালাম