ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে নিজেদের চরম বাজে অবস্থায় ব্রেন্ডন ম্যাককালামকে বেছে নিয়েছে ইংল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটে নতুন প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের কাঁধে। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোড বিজ্ঞপ্তি দিয়ে ম্যাককালামের সঙ্গে চার বছরের চুক্তি করার কথা জানায় তারা। বর্তমানে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে আছেন ম্যাককালাম।

ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসর শেষে পদটি থেকে সরে দাঁড়াবেন তিনি। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ১০১ টেস্ট খেলেন ম্যাককালাম। ১২ সেঞ্চুরি ও ৩৮.৬৪ গড়ে সাবেক এই কিপার-ব্যাটসম্যানের রান ৬ হাজার ৪৫৩। ভারতের বিপক্ষে ২০১৪ সালে ক্যারিয়ার সেরা ৩০২ রানের ইনিংস খেলেন তিনি। সাদা পোশাকে যা নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের এখন পর্যন্ত একমাত্র ট্রিপল সেঞ্চুরি।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে রেলিগেশন পর্ব শেষ করলো নওজোয়ান গ্রীন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা