জয়ার ছাদ বাগানে হলুদের বাম্পার ফলন

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের শখ বাগান করা। বাসার ছাদ বাগান ও ব্যালকনিতে ফল ও সবজির গাছ লাগিয়েছেন এ অভিনেত্রী। করোনা ভাইরাসের ঘরবন্দি সময়ে এই বাগানে গাছের পরিচর্যা করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
মাঝেমধ্যেই ছাদ বাগানে সবজি ও ফলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জয়া। গতকাল শনিবার বেতের ডালাভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রাণ। জানা গেছে, জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে রাজধানীর ইস্কাটনের বাসার ছাদে বাগানে হলুদ গাছ লাগিয়েছিলেন জয়া। সেখানেই হলুদের বাম্পার ফলন হয়েছে। শুধু হলুদই নয়, এই বাগান রয়েছে থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ। রয়েছে বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও।
সমপ্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ঘুরিয়ে বেড়িয়েছেন তিনি। ঢাকায় ফিরেই জানিয়েছেন শিগগিরই একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করবেন তিনি। এরপরই নতুন সিনেমার শুটিংয়ের মনোযোগী হবেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা।

পূর্ববর্তী নিবন্ধমোশাররফ-তাসনুভার ‘বকুল ফুল’
পরবর্তী নিবন্ধ‘দ্যা আইসক্রিম সেলারস’