চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশের মা জ্যোৎস্না রানী দাশ (৯২) গতকাল রাত ৯টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনীসহ অনেক গুণাগ্রাহী রেখে যান।
জ্যোৎস্না রানী দাশের মৃত্যুতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, কাউন্সিলর গাজী শফিউল আজিম, নিস্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার বাসনা মুহুরী, মহানগর লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন অঞ্জন শেখর দাশসহ বিভিন্ন সামাজিক, রাজনৈক ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












