ঘুমিয়ে আছেন ঘরের মানুষ
ঘুমিয়ে আছেন প্রতিবেশী
খিড়কি খুলে মনটা দেখে
জ্যোৎস্না ঝরে রাশিরাশি।
জোনাকিদের বসলো মেলা
উড়ছে ঘিরে খড়ের আঁটি
তাদের সাথে জ্যোৎস্না এসে
খাচ্ছে গাঁয়ে লুটোপুটি।
পাতার ঝোঁপে চাঁদটা হঠাৎ
মিষ্টি হেসে বললো ডেকে
এমন রাতে ঘরে তুমি
বসে কেন মুখটি বেঁকে।
বুকের নিচে পরান কাঁদে
বাইরে যাব কেমন করে
হাতটা ধরে নাও না তুলে
উড়বো আমি হাওয়ার ’পরে।
জোনাক তারা গাছের পাতা
ছায়া হাসে খিলখিলিয়ে
সবার সাথে ঘুরে ফিরে
আজকে দেবো রাত কাটিয়ে।