চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সদস্য মো. মহসিনের কাঠের আসবাবপত্রের দোকানে (ফার্নিচার দোকান) জ্বালানি ভর্তি বোতল নিক্ষেপ করে দোকান পুড়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি কালাবুইজ্জার দোকান এলাকায় কাপ্তাই সড়কের পাশে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী মো. মহসিন বলেন, প্রতিদিনের মতো রাতে দোকানে ঘুমিয়ে পড়ি। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে দেখি আগুনের গোলা টিনের চাল গড়িয়ে দোকানের পিছনে গিয়ে পড়ে। তখনও বোতলটি দাউ দাউ করে জ্বলছিল। তবে দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বোতলের আগুন নিভিয়ে ফেলি। পূর্ব শত্রুতার জেরে তার দোকান পুড়ে দেয়ার চেষ্টা হয়েছে বলে ধারণা তার।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপ–পরিদর্শক ও কর্তব্যরত কর্মকর্তা সঞ্চয় চাকমা বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ নেয়া হয়েছে। ঘটনা তদন্ত করা দেখা হবে।