জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ

নগর ও দক্ষিণ জেলা বিএনপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর ও দক্ষিণ জেলায় গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে বায়েজিদ থানা বিএনপির উদ্যোগে কয়লার ঘর থেকে মিছিল শুরু করে কুয়াইশ সংযোগ সড়ক প্রদক্ষিণ করে অক্সিজেন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির। খুলশী থানা বিএনপির উদ্যোগে লালখানবাজার থেকে শুরু হয়ে দামপাড়া, ওয়াসা মোড়, জিইসি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
এদিকে কর্ণফুলী উপজেলা বিএনপির উদ্যোগে শিকলবাহা ক্রসিং মেগা কনভেনশনের সামনে থেকে শুরু হয়ে কলেজ বাজার হয়ে আবারও কনভেনশন সেন্টারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এছাড়া নগরের পাঁচটি ওযার্ডেও পৃথক পৃথক মিছিল হয়েছে। সমাবেশ থেকে সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
খুলশী থানা বিএনপি : খুলশী থানা বিএনপির মিছিলোত্তর সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। ক্ষুধার দায়ে মা সন্তানকে বিক্রি করছে। শহর থেকে মানুষ গ্রামমুখি হচ্ছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা-হামলা চালাচ্ছে। ‘আয়নাঘর’র সন্ধান পাওয়া যাচ্ছে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বললে আইসিটি আইনে মামলা হচ্ছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মানুষ আজকে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে নেমে এসেছে। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে।
খুলশী থানা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।
বায়েজিদ থানা বিএনপি : বায়েজিদ থানা বিএনপির মিছিলোত্তর সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ক্ষমতাসীন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুটপাট করে ব্যাংকগুলো খালি করছে। সরকার প্রচার করছে- মেট্রোরেল হচ্ছে, টানেল হচ্ছে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, মালয়েশিয়া হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমরা কী দেখছি? রিজার্ভ এখন নিচের দিকে নামা শুরু হয়েছে। শ্রীলংকাকে বাহাদুরি দেখিয়ে আড়াইশ মিলিয়ন ডলার লোন দিল। এখন আইএমএফের কাছে, বিশ্বব্যাংকের কাছে, এডিবির কাছে লোন চাচ্ছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, ইকবাল চৌধুরী প্রমুখ।
কর্ণফুলী উপজেলা বিএনপি : কর্ণফুলী উপজেলা বিএনপির মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারকে অচিরেই বিদায় করা হবে। ১০ টাকায় চালের কথা বলে আজকে ৭০-৮০ টাকা চালের দাম পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘরে ঘরে চাকুরি দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ সরকার চাকুরির পরিবর্তে ঘরে ঘরে মামলা হামলা, নির্যাতনের শিকার করছে মানুষকে। বিনামূল্যে সারের কথা বলে অস্বাভাবিক উচ্চ মূল্যেও সার পাচ্ছে না কৃষক। এসব ভোগান্তির মধ্যে যখন মানুষ দিশেহারা, ঠিক তখনই নিশিরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনমনে চরম অশান্তি সৃষ্টি করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য এড. মো. ফোরকান, জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।
পাঁচ ওয়ার্ডে মিছিল : ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির গণ মিছিল ডিসি রোড় এলাকা শুরু রাহাত্তার পুল মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাজী ইমরান উদ্দিন, মহানগর বিএনপির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম।
৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির গণ মিছিল আতুরার ডিপু আমিন জুট মিলের সামনে থেকে শুরু হয়ে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড় বিএনপির গণমিছিল ফকির হাট থেকে শুরু হয়ে নিমতলা বিশ্ব রোড়, পশ্চিম নিমতলা হয়ে গোসাইলডাঙ্গায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম.এ আজিজ। ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ হারুনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শামসুল আলম (ডক)।
২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির গণ মিছিল টং ফকিরের মাজারের সামনে থেকে শুরু করে ডিটি রোড় হয়ে কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া।

১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির গণ মিছিল ঈদগাঁ কাচা রাস্তার মাথা থেকে শুরু করে ডিটি রোড় হয়ে সিডিএ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কমিশনার শামসুল আলম।

পূর্ববর্তী নিবন্ধনারী-শিশু ও রোগীদের অবর্ণনীয় কষ্ট
পরবর্তী নিবন্ধএমন বৃহস্পতি আগে দেখেনি মানুষ