জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত

শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে আবদুচ ছালাম

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

চান্দগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি কাপ্তাই রাস্তার মাথা চত্বরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জুবাইরা নার্গিস খান, সাবেক কাউন্সিলর আবু তাহের। বক্তব্য রাখেন ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফারুক, হাবিবুর রহমান, আনোয়ার মির্জা, হাসান মুরাদ চৌধুরী, নুরুল ইসলাম, নঈম উদ্দিন খান, সুবল দাশ, আবুল কালাম, মোহাম্মদ সেকান্দর, হানিফ খান, মুজিবুল হক, সাইফুদ্দিন, আবদুল আল মামুন, ফারজানা আক্তার, জোহরা বেগম, ইয়াসিন তারেক, মোহাম্মদ জাহেদ, এস.এম আলী আকবর, রফিক এলাহি, নাছির উদ্দিন, আইয়ুব আলী দুলাল, জসিম উদ্দিন, কফিল উদ্দিন, মোহাম্মদ আয়াস, তছলিম উদ্দিন, মো. শাফি, আনোয়ার হোসেন, ওমর আলী, মনু মিয়া, মোহাম্মদ লোকমান, সফিকুর রহমান, ইকবাল হোসেন, নুরুল আব্বাস, ইকবাল হোসেন জিকু, হাবিবুর রহমান, মোহাম্মদ হোসেন, লক্ষণ ঘোষ, ইমাম উদ্দিন, ফরহাদ খান ইরফান, তরিকুল ইসলাম তানিম, ইফতেখার আবেদীন রুবেল, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ইভান, ইমরান হোসেন জনি, মোস্তাফা কামাল, ফরহাদ খান, জয় দাশ, সৌরভ প্রমুখ।

সভায় মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে বিএনপিজামায়াত মিথ্যাচার শুরু করে সারাদেশে আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। তারা বিদেশিদের দ্বারস্থ হয়ে আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, তাদের সে সুযোগ দেওয়া হবে না। রাজপথেই তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে। তারা জ্বালাওপোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তারা প্রমাণ করেছে তারা দেশে শান্তি চায় না, উন্নয়ন চায় না। তাই তারা নাশকতাআগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জামায়াতবিএনপির এমন নৈরাজ্য প্রতিহত করতে আমরা মাঠে আছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাস, চাঁদাবাজ দমনে নতুন পুলিশ ক্যাম্প ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধপ্রমা আবৃত্তি উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন