সন্ধ্যারবি যখন নামে পশ্চিম আকাশে, ধীরে ধীরে অস্ত যায় দিন ফ্যাকাসে। মেঘেতে ছড়ায় তার রক্তিম অনুরাগ, স্তব্ধ বাতাস আর জাগলো যে নিদাঘ। নীলিমায় উঁকি দিলো পূর্ণিমার চাঁদ, আলোয় ভরে গেলো কিছু নেই বাদ। স্নিগ্ধ প্রকৃতি আহা সাজে অপরূপে, চাঁদের কিরণে উজ্জ্বল ধরণী স্বরূপে। মনোরম অনুভূতি জাগে আমার মনে, উপভোগ করি তাই সবটুকু প্রাণপণে।
জোৎস্না ঝরা এই রাতে আলোর হাসি, ধরণীতল নয় যেন স্বপ্ন জগতে ভাসি। আলো ভাসে শাপলা ফোটা ঝিলের জলে, উঠোন জুড়ে গল্পে মাতোয়ারা বউদের দলে। মিটিমিটি জ্বলছে দূর আকাশে তারা, দেখে মনটা হলো যে পাগলপারা। একটানা যায় ডেকে ওই ঝিঁঝিঁ পোকা, জ্বলছে জোনাকি ঝোপে থোকা থোকা। এমন রূপের মেলা কভু দেখিনি আগে, নৈসর্গিক সৌন্দর্যে মনে পুলক জাগে। অপরূপ সাজে সাজল কেন আজ রাতে? অপেক্ষায় আছে যেন মিলবে কার সাথে! রাত্রি জেগে বসে আছি তাই সুধার জন্য, তোমার পরশ পেয়ে আমি ধন্য চির ধন্য।