জোসেফ হাওয়াইয়ান পরিষদের গিটার সন্ধ্যা

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

গতকাল চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গিটার সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুর ইসলাম। প্রধান অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

অতিথিরা বলেন, আয়োজনটি সময়োপযোগী। তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য এই ধরনের আয়োজন হওয়া উচিত। সুন্দর আয়োজনের জন্য জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের প্রশংসা করেন তিনি।

জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের শিল্পীদের সমবেত গিটার পরিবেশনা ‘নব আনন্দে জাগো’ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় পর্বে গিটারে বিভিন্ন গান পরিবেশন করেন সুচরিত দাশ মীরা, প্রবাল প্রবল নাথ, মিটন বিশ্বাস, শমিষ্টা চৌধুরী, বাবুল কান্তি দে, শুভ দে, নোয়েল জি ম্যান্ডেজ, তাপস বিশ্বাস তপু, শতাব্দী মজুমদার ইমু, রাজীব সেন শিমূল,দোলন কানুনগো,মিজানুর রহমান অনুপম,অর্পন বড়ুয়া, প্রলয় সাহা ও বিভাষ সরকার। যন্ত্রানুসঙ্গে ছিলেন দি সাউন্ড ভাইব্রেশন মিউজিশিয়ানস টিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে লাকী আখান্দের সুর করা গান প্রকাশ মেহরীনের
পরবর্তী নিবন্ধএটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি : রনি