জোরারগঞ্জে র্যাবের ওপর হামলার ঘটনায় মূলহোতা মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়ার মো. ইউনুছের ছেলে।
গত মঙ্গলবার র্যাব তাকে কর্ণফুলী সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ মে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে গেলে র্যাব সদস্যের উপর হামলার ঘটনাটি ঘটে। পরদিন এ হামলার সাথে জড়িত ১৩ জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। কিন্তু শাকিল পলাতক ছিলেন।