জে এম সেনের বাড়িকে ‘বিপ্লবী স্মৃতি জাদুঘর’ ঘোষণার দাবি

আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নগরীর রহমতগঞ্জে যাত্রা মোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িটি বিপ্লবী স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রামের আইনজীবীরা। গতকাল দুুপুরে আদালত পাড়ায় আইনজীবী সম্মিলিত পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশকালে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, যাত্রা মোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য। বাড়িটি অবিলম্বে বিপ্লবী স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট অশোক কুমার দাশ। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট রুবেল পাল। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও মজিবুল হক, ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, আবু মোহাম্মদ হাশেম, রতন রায়, তসলিম উদ্দিন, উম্মে হাবিবা, চন্দন বিশ্বাস, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সভাপতি আলীউর রহমান, সাধনময় ভট্টাচার্য, এম এ নাসের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিএনপি নেতার কুশপুতুল দাহ
পরবর্তী নিবন্ধআলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অগ্নিনির্বাপণ মহড়া