জেসিআইয়ের বড় দুই পুরস্কার সিআইইউর ঘরে

আজাদী অনলাইন | সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ৭:৩০ অপরাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), চট্টগ্রাম আয়োজিত ‘স্ট্যার্টআপ বিজনেস আইডিয়া কনটেস্ট’ প্রতিযোগিতায় বাজিমাত করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার আপ হওয়ার পুরস্কার দুটোই নিজেদের ঘরে তুলে নিয়েছেন দুই দলের প্রতিযোগীরা। গত ১ অক্টোবর নগরীর একটি কনভেনশন হলে সিআইইউর বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং সম্মানি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সিআইইউ ছাড়াও চট্টগ্রামের একাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিজয়ী সিআইইউর চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থীরা হলেন সাইদুল আজহার ঋষি, আমিনা হাসান, নিলয় কর্মকার এবং আমানুর রহমান।

অন্যদিকে রানার আপ দলের সদস্যরা হলেন মুফাদ্দল আব্বাসি, উন্মে হানি চৌধুরী, তারেক জসিম এবং হেনাদী জসিম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের আইডিয়াগুলো বিচারকদের কাছে তুলে ধরেন। সিআইইউর চ্যাম্পিয়ন ‘ব্র্যাভো’ দলের সদস্যদের বিষয় ছিল ক্ষতিকারক সিগারেটের ফেলে দেওয়া ফিল্টার প্রক্রিয়াজাত করে শিশুদের জন্য আরামদায়ক খেলনা তৈরি করা।

পাশাপাশি রানার আপ আলফা দলের আইডিয়াটিও ছিল সময়োপযুগী। একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে গাড়ি বিকল হয়ে গেলে তা মেরামত করার জন্য আপনি পাবেন সব ধরণের সহায়তা। অনুষ্ঠানে বিচারক ছিলেন আরজেএম ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদ, শপআপ প্রতিষ্ঠানের চিফ অব স্টাফ জিয়াউল হক ভূঁইয়া এবং জেসিআইয়ের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান হক। সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের বলেন, জেসিআই আয়োজিত এই ধরণের প্রতিযোগিতা নি:সন্দেহে আমাদের শিক্ষার্থীদের মনে তরুণ উদ্যোক্তা হওয়ার আত্মবিশ্বাস জোগাবে। তিনি আরও বলেন, ছোট্ট আইডিয়া থেকেই বড় কিছু হয়। চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের সদস্যরা যে দুটো বিষয় নিয়ে কাজ করেছে, হয়ত ভবিষ্যতে এমন চমৎকার ভাবনা থেকে আমাদের অর্থনীতি আরও গতিশীল হবে-এমনটা বিশ্বাস আমার।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে রাবিপ্রবি অবদান রাখতে পারে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু