আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় কাটগড় জেলে পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সজীব ভট্টাচার্যের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে সাগর, আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম, সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ আবদুল কাদের সাইফুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোনা বাবু জলদাস, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক পান্না জলদাস প্রমুখ। নগদ অর্থ বিতরণকালে আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম বলেন, আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গত কয়েক দিন আগেও আমরা রেজিয়া খাতুনের পরিবারকে চিকিৎসার জন্য অর্থিক সাহায্য করেছি। আশা করি আগামীতেও বৃক্ষ রোপণ অভিযান, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও বস্ত্রবিতরণ কর্মসূচিতে সকলের সহযোগিতা পাবো। প্রেস বিজ্ঞপ্তি।












