জেলা শিল্পকলা একাডেমির বিশ্ব নৃত্যদিবস উদযাপন

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

বিশ্ব নৃত্যদিবস ২০২১ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের কথামালা পর্বে অংশ নেন নৃত্যশিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল কর্মকর্তা মানসী দাশ তালুকদার, শুভ্রা সেনগুপ্তা, স্বপন দাশ, প্রমা অবন্তী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও জেলা কালচারাল কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন। অতিথিরা বলেন, নৃত্যশিল্প সংস্কৃতির একটি অন্যতম শাখা। বাংলাদেশের নৃত্যচর্চার সুবাতাস ক্রমশ বিস্তৃত হচ্ছে আন্তর্জাতিক পরিমন্ডলে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুংঘুর নৃত্যকলা একাডেমি, সঞ্চারি নৃত্যকলা একাডেমি, নিক্কন একাডেমি, দীপশিখা নৃত্যগোষ্ঠী, মায়াবী ডান্স একাডেমি, সৃষ্টি কালচারাল একাডেমি, কালারস একাডেমি ও প্রিজম ডান্স স্টুডিও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা বান্ধব নগরী গড়তে সমন্বিত প্রচেষ্টা জরুরি
পরবর্তী নিবন্ধর‌্যাংকস এফসির কর্মী ও গ্রাহকদের অগ্রাধিকার সেবা দেবে হোম হসপিটাল