জেলা ফাইনালে বাঁশখালী এবং হাটহাজারী

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে বাশঁখালী উপজেলা দল ও হাটহাজারী উপজেলা দল। গতকাল চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ জোনের ফাইনালে বাশঁখালী উপজেলা দল টাইব্রেকারে ২-০ গোলে শক্তিশালী পটিয়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। পরে টাইব্রেকারে বাঁশখালী উপজেলা দলের সাথে পেরে উঠেনি পটিয়া উপজেলা দল। বিজয়ী বাঁশখালী উপজেলা দলের পক্ষে অলিউল্লাহ ও তানজিবুল ইসলাম একটি করে গোল করেন। এখন জেলা ফাইনালেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় বাঁশখালী উপজেলা দল। যদিও জেলা ফাইনালে তাদের মোকাবেলা করতে হবে আরেক শক্তিশালী দল হাটহাজারী উপজেলা দলকে। গতকালের খেলায় বাঁশখালী উপজেলা কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তরের ফাইনালে হাটহাজারী উপজেলা দল ১-০ গোলে ফটিকছড়ি উপজেলাকে পারাজিত করে উত্তর জোন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জেলা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার ৫৬ মিনিটে মো: ওসমান হাটহাজারী উপজেলা দলের পক্ষে জয় সূচক একমাত্র গোলটি করে। মূলত তার গোলেই জোন চ্যাম্পিয়ন হয়ে জেলা ফাইনালে জায়গা করে নিল হাটহাজারী উপজেলা দল। আগামীকাল রোববার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর সে ফাইনালে বাঁশখালী উপজেলা দল এবং হাটহাজারী উপজেলা দল পরষ্পরের মোকাবেলা করবে। এই ফাইনালে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান হলেন মঞ্জু
পরবর্তী নিবন্ধহারানো স্মার্টফোন থেকে গুগল অ্যাকাউন্ট ডিলিটের উপায়