জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতার অর্ধশত বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে সেদিন লাল-নীল আর সবুজ বাতিতে আলোকিত করা হবে পুরো নগর। সজ্জিত করা হবে নগরীর সব সরকারি ভবন। জেলায় জেলায় ইতোমধ্যে বিজয় মেলার উৎসব শুরু হয়েছে। নগরীর প্রবেশদ্বার ৯৫০ মিটারের শাহ আমানত সেতুকে সজ্জিত করা হয়েছে নানান রংয়ের বাতিতে। পর্যটন নগর কক্সবাজার থেকে সারাদেশের মানুষ আসতে যেতেই চোখে পড়বে এ আলোকসজ্জা। ইতোমধ্যে সূর্য ডুবতেই আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব ছবির ছড়াছড়ি। অনেকে ঘুরে ঘুরে দেখছেন আবার কেউ সেলফি তুলতে ব্যস্ত।
এদিকে, স্বাধীনতার মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে মাসব্যাপী কর্মসূচি চলছে। এছাড়াও আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে পুলিশ, আনসার, কারারক্ষী, ফায়ার সার্ভিস, বয় স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। বিকেল ৪টায় স্টেডিয়াম মাঠে ৬ হাজার এবং গ্যালারিতে ১০-১৫ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী অনলাইনে সংযুক্ত হয়ে শপথবাক্য পাঠ করাবেন। এছাড়াও সন্ধ্যা ৬টায় এম এ আজিজ স্টেডিয়ামে হবে ফায়ারওয়ার্কস আতশবাজি। ১৭ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে শুরু হবে ‘সুবর্ণজয়ন্তী কনসার্ট’। বাংলাদেশের শীর্ষ ১০ ব্যান্ড মাইলস, নগর বাউল, সোলস, ওয়ারফেজ, আর্টসেল, নেমেসিস, দলছুট, তীরন্দাজ, শিরোনামহীন, অর্থহীন গান পরিবেশন করবে। শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করা দর্শকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দফায় চলছে ডিজিটাল সার্ভে
পরবর্তী নিবন্ধ৭৮৬