জেলা প্রশাসকের কাছে সেবা প্রকল্পের প্রতিবেদন পেশ

নিষ্ঠা ফাউন্ডেশন

| শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের চলমান বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রতিবেদন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের নিকট গত ১ জুন পেশ করা হয়েছে। জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে গিয়ে নিষ্ঠা ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উক্ত প্রতিবেদন পেশ করেন।
এসময় করোনাকালীন নিষ্ঠার কাফন-দাফন-সৎকার, এ্যাম্বুলেন্স সেবা, টেলিমেডিসিন সেবা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ, সচেতনতা সৃষ্টিমূলক কর্মসূচি সম্পর্কে ডিসিকে অবহিত করা হয়। নিষ্ঠার চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ সালামত উল্লাহ, নজরুল গবেষক এম. এ সবুর, চবির আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। ডিসি মমিনুর রহমান প্রতিবেদন দেখে নিষ্ঠা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় চুলার আগুনে পুড়ল তিন বসতঘর
পরবর্তী নিবন্ধকবি হাবীবুল্লাহ সিরাজীর বিস্ময়ের ভুবন