বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। তিনি নব–গঠিত কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, সংগঠনের শৃংঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিপুল কান্তি দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, উৎপল রক্ষিত, অসীম কুমার দেব, অলক মহাজন, বিশ্বজিৎ পালিত, উত্তম কুমার শর্মা, কল্লোল সেন, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, দীপক তালুকদার প্রমুখ। সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপন, গীতা পাঠ প্রতিযোগিতা ও যুব কর্মশালা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।







